যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে৷ যা নিয়ে দেশের রপ্তানিমুখী খাতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই সিদ্ধান্তের প্রভাবে বাংলাদেশের পোশাক শিল্প ও অন্যান্য রপ্তানিখাত মারাত্মক সংকটের সম্মুখীন হতে পারে।
সম্প্রতি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের শুল্ক এবং বাংলাদেশের রপ্তানি : প্রভাব মূল্যায়ন এবং কৌশলগত অগ্রাধিকারগুলো নিরূপণ’ শীর্ষক মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা এমন শঙ্কা প্রকাশ করেছেন।
সভায় রপ্তানিকারকরা জানান, যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরোপিত ৩৭ শতাংশ শুল্কের কারণে বাংলাদেশের পোশাক শিল্প ও অন্যান্য রপ্তানিখাত মারাত্মক সংকটের সম্মুখীন হতে পারে।
তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যাবে, যা মার্কিন বাজারে চাহিদা কমিয়ে দিতে পারে এবং ফলে প্রতিযোগিতাও আরও কঠিন হবে।
বিজিএমইএ নেতারা বলেন, এ অবস্থায় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে যৌক্তিক সমাধানের প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির সংকট মোকাবিলায় এই সংলাপ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যবসায়ী নেতারা ও সরকারের কাছে সহায়তা চেয়ে আবারও সতর্কবার্তা দিয়েছেন, যাতে দেশের রপ্তানি খাতের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ এর প্রশাসক মো. আনোয়ার হোসেন। এতে আরও বক্তব্য দেন- এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান, সাবেক বিজিএমইএ সভাপতি আনিসুর রহমান সিনহা, ড. রুবানা হক, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ খাত সংশ্লিষ্টরা।