পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে এক দারুণ জয় পেয়েছে বাংলাদেশে। শেষ দিনে টাইগার ব্যাটারদের ধৈর্য আর ‘কমিটমেন্টে’র সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে করেছে ধবলধোলাই।
আবরার আহমেদের বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান। পাকিস্তান ঘরের মাঠে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এমন লজ্জার শিকার হয়েছে।
যখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা জয় উদযাপন করেছে। তখন পিছিয়ে নেয় দেশের তারকারাও এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব এক পোস্ট করে লিখেছেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ২-০ তে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। অভিনন্দন প্রিয় বাংলাদেশ। ‘
বাংলাদেশে জয় নিয়ে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর ভাষ্য, টাইগারদের অভিনন্দন, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টেস্ট সিরিজ জয়। যেখানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।
এদিকে গীতিকার রবিউল ইসলাম জীবন বাংলাদেশ টিমের একটি ছবি শেয়ার করে বলেন, ‘পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়, এতো মহা গৌরবময়। দুই যুগের টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, শ্রেষ্ঠ অর্জন। অদম্য বাংলাদেশ এগিয়ে যাক। প্রতিটি স্তরে এর রেশ ছড়াক।’
পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।’ সেই পোস্টে শিমুল নামে একজনের ভাষ্য, ‘অভিনন্দন, তবে আজ আপাও নেই আপাকে কল দিয়ে বলার মত লোকটাও নেই।’