বাংলাদেশে আর কেউ যেন স্বাধীনতা কেড়ে নেয়ার দুঃসাহস না দেখায়:

নিজস্ব সংবাদদাতা : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, আল্লাহর খাস রহমত চাই, বাংলাদেশের জমিনে আর কখনোই যেন কেউ আমাদের স্বাধীনতা কেড়ে যাওয়ার দুঃসাহস না দেখায়। ইসলামী সম্মেলনের এই পরিবেশটা কিন্তু দুই বছর আগেও বাংলাদেশে ছিল না। এই যে ইসলামী মহাসম্মেলন করার পরিবেশ তৈরি হলো, এজন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। গত বৃহস্পতিবার ২০ নভেম্বর রাত ১০টার দিকে মেলান্দহের মাহমুদপুর হাইস্কুল মাঠে মাহমুদপুর বাজার আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার মো. এনামুল করিমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন, নিরবাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। প্রধান অতিথির বক্তব্যে বাবুল আরও বলেন, গত, ৫ আগষ্ট যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশের জমিনে এই পরিবেশ তৈরি হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যে ভাই অন্ধ হয়ে গেলেন, যে ভাইয়েরা আহত হয়ে গেছেন, তাদের সকলের জন্য দোয়া করছি। এই বাংলাদেশে আর কেউ যেন কখনো আমার ইসলামী মহাসম্মেলন করবার পথে, ইসলামী সম্মেলনের পথে, ইসলামী মাহফিলের পথে আর কেউ যেন কখনো বাধা হয়ে দাঁড়াতে না পারে। বক্তাদের বক্তব্য পেশ করার পথে কেউ যেন হুমকি হয়ে দাঁড়াতে না পারে।
তিনি আরও বলেন, আমরা যেন এই বাংলাদেশের বুকে সত্য প্রতিষ্ঠা করতে পারি। এই বাংলাদেশের বুকে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, জুলুমের প্রতিবাদ করতে পারি, অবিচারের প্রতিবাদ করতে পারি, ব্যভিচারের প্রতিবাদ করতে পারি, দুর্নীতি, লুটপের প্রতিবাদ করতে পারি। সত্য, ন্যায় ন্যায়বিচার এই বাংলাদেশে আমরা কায়েম করতে পারি, সে জন্য চেষ্টা চালিয়ে যাবো। সকলের সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে এই বাংলাদেশকে নতুন সুন্দর কল্যাণময় একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে সচেষ্ট থাকবো।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান। এসময় মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার, মাওলানা আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, কোষাধ্যক্ষ লুফর রহমান লিটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মাহমুদপুর বাজার আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রাউফুল আজম রাসেল এই প্রতিবেদককে বলেন, দুইদিন ব্যাপী ইসলামি সম্মেলনের আজ দ্বিতীয় দিন। প্রতি বছর এই সম্মেলনে হাজারো মানুষের সমাগম ঘটে। এ বছর নিয়ে ৫ম বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।