তারিকুল ইসলাম তারা : জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ব্যতিক্রমধর্মী চোরাচালান বিরোধী অভিযানে হরিণের কস্তুরী ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ একজন চোরাচালানিকে আটক করেছে বাঘারচর বিজিবি টহল দল। ৫ মে সকাল আনুমানিক ৯ টার কিকে, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১০৭৪/৯ এর নিকটবর্তী দক্ষিণ মাখনেরচর নামক স্থান থেকে মোঃ আঃ মতিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা নতুন বেপারী পাড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ আবুল কাশেমের পুত্র। অভিযানের সময় তার কাছ থেকে অবৈধভাবে আমদানি করা ৬ পিস হরিণের কস্তুরী (মোট ওজন ২৫৪ গ্রাম), ভারতীয় ৮টি প্রসাধনী সামগ্রী, ২৮টি বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ, একটি মোবাইল ফোন, একটি চার্জার, একটি সিম কার্ড, একটি পাওয়ার ব্যাংক এবং একটি হেডফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ আটান্ন হাজার একশত টাকা। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত চোরাচালানি পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বাঘারচরে বিজিবির অভিযানে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন আটক
