সিলেট সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় বালুভর্তি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় দুই কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ ১৯ বিজিবির আওতাধীন সুরাইঘাট বিওপির সদস্যরা এসব কাপড় জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজার নামক স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের মালামাল বোঝাই একটি বালুভর্তি ট্রাক রেখে কৌশলে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। পরে ট্রাকে তল্লাশি চালায় বিজিবির টহল দল। বালুভর্তি ট্রাক তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং অন্যান্য বিভিন্ন কাপড়জাত পণ্য উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
জকিগঞ্জ ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত পণ্যসামগ্রী তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।