বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে


এম.এ.রফিক : জামালপুর সদর উপজেলার কেন্দুয় ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়ন সংঘ ও ওয়াল্ড ভিশনের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষাথী ও অভিবাবক সমাবেশে বুধবারা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম তিনি বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া মাদক ও দূর্নীতি প্রতিরোধে সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার,সদর উপজেলা বি.এন.পি সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। প্রধান আলোচক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদক একটি অভিশাপ। এর বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে জরুরী সেবা ৯৯৯ যোগাযোগ করতে হবে। আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, পড়ালেখার বিকল্প নেই। বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষাথীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়