বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আঃ হালিমের সহধর্মিনীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ইসলামপুর সংবাদদাতা ; বিএনপি’র চেডারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব, জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম এর সহধর্মিণী এড. সুফিয়া বেগম ডলি’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল ও সেচ্ছা সেবক দল দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহ্ফিল আয়োজন করে।
এতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা,সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মিন্টু, ,পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন,সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এড. সুফিয়া বেগম ডলি’র আশু রোগ মুক্তি কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা, আরাফাত রহমান কোকো ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই -আগষ্ঠ-আন্দোলনে শহীদ গনের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।