বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে দায়িত্ব নিতে চান, আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাচ্ছি। কে জিতবে বা হারবে তা মুখ্য নয়, বরং নির্বাচন ব্যবস্থাকেই জেতানো আমাদের মূল লক্ষ্য।

বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, যারা নিজের দলের লোককেও রাস্তায় গুলি করে হত্যা করতে পিছপা হয় না। যারা বুলেটের রাজনীতিতে অংশ নিতে চান না, তারা নিজেদের সম্ভাবনা নষ্ট করবেন না।

তিনি আরও বলেন, মানুষ আতঙ্কে আছে যে ভোট দিতে পারবে কি না। আমরা বলি, আমাদের গণতন্ত্রের জয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যারা ব্যালটের পরিবর্তে বুলেট বেছে নিয়েছে, তাদের বিচার করা হবে। সরকার গঠনের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসন ভাগাভাগির বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতি করতে হলে রাজনীতি করতে হবে, সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতাই করতে হবে। মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলকে কলঙ্কিত করা চলবে না।

তিনি আরও বলেন, এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে সংস্কারের লক্ষ্যে যদি কেউ আসতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করব। কিন্তু পার্লামেন্টের আসন ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, শক্তি হচ্ছে জনগণ, আর রাজনৈতিক সততাই আমাদের মূল বিনিয়োগ।

সভায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।