শামীম আলম : কেন্দ্রীয় বিএনপির ময়ময়নসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বিএনপি কর্মী আঃ মান্নানকে তার দখলকৃত ইট ভাটা ন্যায় বিচারের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার আশ^াস দিলেন। জামালপুর শহরের নারিকেলী রাস্তার পাশে সমতা ব্রিকস ফিল্ড মালিক ছিলেন মোঃ আঃ জলিল তার কাছ থেকে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এর আদালত এফিডেভিটের মাধ্যমে গত ১৬ জানুয়ারী ২০১৫ সালে তার নিকট থেকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করে নেন আঃ মান্নান। তারপর বিএনপি কর্মী আঃ মান্নান ৭ বছর এম আর এস ব্রিকস ফিল্ড নামে পরিচালনা করেন। ৭ বছর পর জমির মেয়াদ শেষ হওয়ার পর জমির মালিক চান মিয়ার কাছ থেকে ২০৩০ সাল পর্যন্ত পুনরায় স্ট্যাপের মাধ্যমে বায়নাপত্র করে নেন। বর্তমানে এখনও বিএনপি কর্মীর ইট ভাটা আওয়ামী লীগ সন্ত্রাসীর দখলে আছে।
বিএনপি কর্মী আঃ মান্নান অভিযোগ করেন, ময়ময়নসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সমাপাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বিএনপি কর্মী আঃ মান্নানকে তার দখলকৃত ইট ভাটা ন্যায় বিচারের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার আশ^াস দিয়েছেন। আমার ইট ভাটা গত চার বছর যাবৎ আওয়ামীলীগের নেতা শিষের ভাগন্নে মোকাতাদির আলম সোহাগ অবৈধভাবে ক্ষমতা দিয়ে দখল করে রেখেছেন। এখন সবার মুখে মুখে শুনা যাচ্ছে গণ মানুষের নেতা ওয়ারেছ আলী মামুনের চোখে পড়েছে অসহায় বিএনপির কর্মীর আওয়ামীলীগ সরকার থাকা কালীন অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া আঃ মান্নানের ইট ভাটা। তিন গ্রামের মানুষ তাকিয়ে আছেন বিএনপির কর্মীর ইট ভাটার ন্যায় বিচারের আশ^ায়। আওয়ামীলীগের নেতা শিষের ভাগন্নে মোকাতাদির আলম সোহাগ কতিপয় এক থানা বিএনপির মাধ্যমে অবৈধ দখল ইট ভাটা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন তদবির চালাচ্ছে বলে অভিযোগ করেন আঃ মান্নান।