১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশে। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকায় যেতে শুরু করেছেন বিকল্পধারার অধিকাংশ কেন্দ্রীয় নেতা। কেউ কেউ ঢাকায় ঈদ করবেন । কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ কেউ আবার নির্বাচনি এলাকায় যাচ্ছেন। তারা সবাই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে নির্বাচনি এলাকার গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন অনেকে। ঈদের পরপরই আবার অনেক নেতা ঢাকায় ফিরে আসবেন ।এবার ও পবিত্র ঈদুল আজহায় নিজের বাসভবন বারিধারায় উদযাপন করবেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী। ঈদ উপলক্ষ্যে ইতোমধ্যে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ঢাকায় নিজ বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন। বারিধারা নিজ বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার ও দলের মুখপাত্র মাহি বি চৌধুরী ।ঢাকায় ঈদ করবেন বিকল্পধারা বাংলাদেশের সহ সভাপতি, ওবায়দুর রহমান মৃধা, নিজ এলাকা চুয়াডাঙ্গায় ঈদ করবেন দলের দপ্তর সম্পাদক মো. ওয়াসিমুল ইসলাম, সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ঈদুল আজহা উদযাপন করবেন বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, গাজীপুর কাশিমপুরে ঈদ করবেন বিকল্পধারা বাংলাদেশের সহদপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম বুলু, নোয়াখালী সদর মাইজিদীতে ঈদ করবেন বিকল্প শ্রমজীবীধারার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফুল হক সুমন, নিজ এলাকা দিনাজপুরে ঈদুল আজহা উদযাপন করবেন বিকল্পধারা বাংলাদেশের ক্রীড়া বিষয়ক সহ- সম্পাদক ও দিনাজপুর জেলার সভাপতি মো. আশরাফুল ইসলাম, এছাড়া ঢাকার তুরাগে ঈদ করবেন বিকল্পধারা বাংলাদেশের তুরাগ থানার সাবেক সাধারণ সম্পাদক মির্জা মো.ইলিয়াস রুমি ।
Related Posts
জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান
- AJ Desk
- August 31, 2024
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে […]
জোটের শরিকদের সংগঠিত ও জনপ্রিয়তা অর্জনের নির্দেশনা শেখ হাসিনার
- AJ Desk
- May 24, 2024
জোটের শরিক দলগুলোকে আরও সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদেরকে নির্দেশনা […]
ধৈর্যের সঙ্গে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে : ডা. তাহের
- AJ Desk
- October 8, 2024
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অসীম সাহসিকতা ও ধৈর্যের মাধ্যমে সকল […]