মাদারগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘদিন ধরে গৃহের আগুনে পুড়ছিল উপজেলা বিএনপি। অভ্যন্তরীন নেতৃত্বের কোন্দলে জর্জরিত হয়ে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছিল। এর প্রভাব ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের বিরোধ অবশেষে নিষ্পত্তি হলো। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের মধ্যস্থতায় নিষ্পত্তি হয়। শনিবার ৭ ডিসেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির বিবদমান ৩ গ্রুপকে নিয়ে শহরের রশিদপুরে তার বাসায় বৈঠকে বসেন। ৬ ঘন্টা ব্যাপি এই বৈঠক শুরু হয় সকাল ১১টা থেকে, চলে বিকাল ৫ পর্যন্ত। দীর্ঘ সময় চলা এ বৈঠকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির ৩ গ্রুপের নেতৃবৃন্দ তাদের বক্তব্য উপস্থাপন করেন। ঐ বৈঠকে অংশ নেয় কেন্দ্রীয় বিএনপির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক ও জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও অংশ নেয় জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ,জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব,শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল,সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু,আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান,যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান রতন,পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,সিনিয়র সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ,যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান সাকু প্রমুখ। এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা অংশ নেয়। নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ হচ্ছে- দলে কোনো বিভেদ ও মতভেদ রাখা যাবে না। দল করতে হলে আমরা সবাই দলের হাইকমান্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। বৈঠকে মাদারগঞ্জ উপজেলা বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি করতে কাজ করার অঙ্গীকার করেন। দীর্ঘদিনের বিভেদ নিষ্পত্তি হওয়ায় খুশি সর্বস্তরের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান বলেন,আমাদের উপজেলা বিএনপির বিভেদ আজ মিটে গেছে। এটি আমাদের দলের জন্য মঙ্গল। নিজেদের মধ্যে বিভক্তি হলে অন্যরা সুযোগ নেয়। আমরা এখন ঐক্যবদ্ধ। সামনের যে কোন অপশক্তি মোকাবেলা করতে আমরা এখন থেকে একসাথে কাজ করবো। পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক লিটন বলেন,মাদারগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের বিরোধের আজ নিষ্পত্তি হলো। এখন থেকে আমরা সবাই একসাথে পোগ্রাম করবো। এটি অত্যন্ত খুশির বিষয়। জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ হচ্ছে- দলে কোনো বিভেদ ও মতভেদ রাখা যাবে না। দল করতে হলে আমরা সবাই দলের হাইকমান্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলাভঙ্গকারী সে যেই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর শাস্তি প্রদান করা হবে।
Related Posts
ইসলাম ও মুসলমানদের খেদমতে আওয়ামী লীগ সরকারের মতো এতো কাজ কোন সরকার করেনি
- AJ Desk
- January 28, 2024
লিয়াকত হোসাইন লায়ন : ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, ইসলাম ও মুসলমানদের […]
জামালপুরে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সনদ গ্রহণ
- AJ Desk
- January 29, 2024
এম.এ রফিক : জামালপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে আয়োজিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান […]
কেন্দুয়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু মশা প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত
- AJ Desk
- October 17, 2024
এম.এ রফিক : জামালপুর সদর উপজেলা প্রশাসনের নির্দেশে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে কেন্দুয়া বাজার, ভূমি […]