বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম.এ. রফিক : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয় ও বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির প্রস্তাবিত সভাপতি ও শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খন্দকার মোঃ মাহতাব হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর আলতাফ হোসেন সোহরাব, জামালপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ¦ মোঃ ফুরকান আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোঃ আকিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাফর আলী। সহযোগিতায় ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দীন।