বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে আলোচনা সভা ও কবিতা উৎসব

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভা ও কবিতা উৎসবে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ কবি ও গীতিকার ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ। এ সময় বক্তারা বলেন, ২০২২ সালে একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গীতিকার কবি নজরুল ইসলাম বাবু এক সিংহ পুরুষ। তিনি একাধারে গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা হলেও গীতিকার হিসেবেই তিনি সবার কাছে বেশি পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে সব কটা জানালা খুলে দাও না, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, ডাকে পাখি খোলো আখী, কত যে তোমাকে বেশেছি ভালো, কাল সারারাত ছিল সপ্নের রাত শীর্ষক গানসহ অসংখ্য গানের রচিয়তা হিসেবে বেচে থাকবেন তিনি। ১৯৯১ সালে পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরুস্কার অর্জন করেন তিনি। নজরুল ইসলাম বাবু এখন সব চাওয়া পাওয়ার উর্ধে। সব কটা জানালা বাবু নিজেই খুলে রেখে গেছেন, সুতরাং তার আসা যাওয়া নিত্যই আমাদের হৃদয়ে অব্যাহত রয়ে গেল এবং তা চুপিসারে নয় আলোকোজ্জ্বল প্রকাশ্যে।