সাদিক মাহমুদ অর্প : জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয়ে গত সোমবার ৩০ ডিসেম্বর বেলা ১১টায় বিদ্যালয় কক্ষে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বেলটিয়া উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন,বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের এ ফলাফল ধরে রাখতে হলে সকল শিক্ষককে একই পরিবার ভূক্ত হয়ে কাজ করতে হবে। ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন,ছাত্র/ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে ক্লাসে মনোযোগী হওয়ার এবং পঠদানের সময় ছাত্র/ছাত্রীরা কোন বিষয়ে না বুঝলে সে বিষয় নিয়ে শিক্ষকদের সাথে পরামর্শ করার কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আপনারা আপনাদের সন্তান বিদ্যালয় থেকে বাসায় যাওয়ার পর খেয়াল রাখবেন তারা ঠিক মত পড়াশোনা করছে কি না। এছাড়াও অভিভাবকদের বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন,ছাত্র- ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টিকে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে আমরা সকল শিক্ষক মিলে প্রচেষ্টা করছি। আশা করছি ভবিষ্যতে এই বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এব্যাপারে আমরা খুবই আন্তরিক। তিনি উপস্থিত সকলের কাছে আশা প্রকাশ করে বলেন,আগামীতে সুষ্ঠু ও সুন্দরভাবে যেন প্রতিষ্ঠানটি চালাতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। জানা যায়, ২০২৪ সনে বিদ্যালয়ের সকল শ্রেনীর ছাত্র/ছাত্রীদের মধ্যে বার্ষিক পরিক্ষায় শতভাগ পাস করেছেন। তার মধ্যে এ + পেয়েছেন ২১ জন বাকী অন্যান্য ছাত্র/ছাত্রীরা বিভিন্ন গ্রেডে উর্ত্তিণ হয়েছেন। এবছর ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ৪ ক্লাসে ৮ টি শাখায় ৩ জন করে মোট ২৪ জন ছাত্র/ছাত্রী এবং বিদ্যালয় সেরা ১ জন ৯ম শ্রেনী ক শাখার ছাত্র মোঃ জীবন আহম্মেদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। ফলাফল অনুষ্ঠানের সঞ্চালনা করেন,অত্র বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মিন্টু মিয়া বকুল। অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী,অভিভাবক বিশেষ করে মহিলা অভিভাবক,সকল শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয়ের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related Posts
ইসলামপুরে উপজেলা নির্বাচনে জমে উঠেছে ভাইস চেয়ারম্যানদের লড়াই
- AJ Desk
- May 18, 2024
ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিভূত হচ্ছে প্রার্থীদের […]
ভারতে মহানবী(সা:) কে কটুক্তির প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল
- AJ Desk
- October 3, 2024
নিজস্ব সংবাদদাতা : ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি […]
হজযাত্রীদের জন্য সকল ধরণের প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর
- AJ Desk
- March 11, 2024
লিয়াকত হোসাইন লায়ন : ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এদেশের হজযাত্রীদের সহীহ ও শুদ্ধভাবে […]