আসমাউল আসিফ : জামালপুরে হজ এসেন্সিগুলোর উদ্দেশ্যে ধর্ম মন্ত্রী মো: ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, আমরা যখন ঘোষণা দিয়েছি বেশীরভাগ হজযাত্রী সরকার বহন করবে তখন এজেন্সিগুলো কষ্ট পেয়েছে, তারা এখন অনেক কথাই বলছে, তাদের কথার সাথে কাজের কোন মিল নেই। আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করব, কেউ যদি অপরাধ করে, নিয়মতান্ত্রিভাবে কাজ করতে ব্যার্থ হয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে জামালপুর জেলা মডেল মসজিদে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমরা এ বছর অনেক অনুরোধ করে অনুমতি নিয়ে আড়াইশ হজ এজেন্সিকে কাজ করার সুযোগ দিয়েছি। কিন্তু আগামী বছর থেকে লিড এজেন্সি থাকবে ৫৬টি, তাদের অধীনে অন্যরা কাজ করতে পারে। আমরা হজ ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালাইজড করছি। আগামীতে বাংলাদেশের হজ¦ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে স্মার্ট ও মডেল। জামালপুর হাজী ফাউন্ডেশন আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে জেলা প্রশাসক মো: শফিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর হাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় হজ গমনেচ্ছু প্রায় পাঁচশ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Related Posts
ইসলামপুরে মন্ত্রীর সাথে সাক্ষাত করতে এসে খেলনা পিস্তলসহ দুই যুবক আটক
- AJ Desk
- July 9, 2024
লিয়াকত হোসাইন লায়ন : ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র সঙ্গে দেখা করে বের হওয়ার […]
ব্রিটেনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার
- AJ Desk
- July 5, 2024
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলছে। ইতোমধ্যেই এই নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী লেবার […]
দেওয়ানগঞ্জে জনতার বাধায় নদী খনন কাজ বন্ধ!
- AJ Desk
- September 23, 2024
খাদেমুল ইসলাম : গতিপথ নির্ধারণ জটিলতার কারণে বন্ধ হয়ে আছে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের খনন […]