ভারতীয় মিডিয়ার উস্কানিতেই সালমান খানকে নিয়ে বিতর্ক বেড়েছে

বলিউড অভিনেতা সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে পাকিস্তান, এমন খবর গত কয়েকদিন ধরে আলোচনায়। এবার এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির সরকার। 

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে তিনি ভারতীয় চলচ্চিত্রের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে যেমন ব্যবসা হবে, তেমনই তামিল, তেলেগু, মালয়ালমসহ অন্য ভাষার ছবিও চলবে। এখানে আফগানিস্তান, পাকিস্তান ও বালোচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করছেন, সফল হচ্ছেন।’

সালমানের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে, বালোচিস্তানকে ‘আলাদা রাষ্ট্র’ উল্লেখ করায় পাকিস্তান সরকার নাকি তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক শুরু হয়।

বিতর্কের পর ইসলামাবাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এসব খবর নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের রেকর্ডে এমন কোনো তথ্য নেই। দেশের কোনো নিষিদ্ধ তালিকা, সরকারি প্রেসবিজ্ঞপ্তি বা বিবৃতিতে কোথাও সালমান খানকে সন্ত্রাসবাদী বলা হয়নি।”

পাকিস্তান সরকার আরও দাবি করে, “এসব খবরের সূত্র ভারতীয় কিছু গণমাধ্যমের উসকানিমূলক প্রতিবেদন। তারা যাচাই না করেই এমন স্পর্শকাতর শিরোনামে ভুয়া তথ্য ছড়াচ্ছে, যার সঙ্গে পাকিস্তান সরকারের কোনো সম্পৃক্ততা নেই।”