ভারতের কারাগার থেকে তিন বছর পর মুক্তি পেয়ে দেশে ফিরলো মঙ্গল মিয়া

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলী মঙ্গল মিয়া নামে এক কিশোর ২ বছর ৭ মাস পরে ভারতের কারাগার থেকে পুলিশের সহায়তায় মুক্তি পেয়েছে দেশে ফিরছে। সে উপজেলার বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামের আল ফারুকের ছেলে। শুক্রবার মধ্যরাতে বকশীগঞ্জ থানার পুলিশ কিশোর মোহাম্মদ আলী মঙ্গাল মিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। জানা যায়, ভুলবসত উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় ভারতের বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। কিন্তু মঙ্গাল মিয়ার পরিবার বিষয়টি না জানায় তাকে খোজাঁখুজি করতে থাকে। অবশেষে গত দুই মাস আগে বকশীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে খবর পায় নিখোজঁ কিশোর মোহাম্মদ আলী মঙ্গাল মিয়া ভারতের কারাগারে বন্দি আছে। পুলিশ নিখোজঁ কিশোরের ঠিকানা যাছাই বাছাই করে দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফ এর মধ্যে চিঠি চালাচালি শুরু করেন। দুই মাস পর ২৬ এপ্রিল নাকুগাও চেক পোষ্ট এর ১১১৬ নং পিলার এলাকা দিয়ে ভারতের পুলিশ ও বিএসএফ এর সদস্যরা মঙ্গল মিয়াকে বাংলাদেশের বিজিবি ও পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ওবায়দুল ইসলাম, বকশীগঞ্জ থানার এস আই লাবলু আহমেদ, বিএসএফ এর ইন্সপেক্টর নিম সিম তনংচিন ও ভারতীয় পুলিশের ইন্সপেক্টর ওমর ফারুকসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনি ও পুলিশ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, এস আই লাবলু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম মোহাম্মদ আলী মঙ্গাল মিয়াকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোহাম্মদ আলী মঙ্গাল মিয়ার মা নেছিফুল বেগম, বড়ভাই রিয়াজুল ইসলাম ও ইউপি সদস্য হাফিজুর রহমানের কাছে কিশোর মোহাম্মদ আলী মঙ্গাল মিয়াকে হস্তান্তর করা হয়েছে।