ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে। আগামীকাল (বৃহস্পতিবার) আসরের দ্বিতীয় ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সবসময় বাড়তি উন্মাদনা কাজ করে টাইগার ভক্তদের মাঝে। এবারও সেই উন্মাদনার কমতি নেই, তবে খুব একটা ভরসা দিচ্ছে না সাম্প্রতিক পারফরম্যান্স!

ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তার দলের। তবে সেটি করতে তিন বিভাগেই ভালো খেলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন টাইগার এই অধিনায়ক। এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে সে বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি খোলাসা করেননি। জানিয়েছেন ম্যাচের দিন কন্ডিশন ও পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবেন।

ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হতে পারে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে। তার জায়গায় একাদশে দেখা মিলতে পারে জাকের আলি অনিকের। সেক্ষেত্রে চার নম্বর ব্যাটিং পজিশনে নামতে পারবেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি তিনি ওই পজিশনে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ ছাড়া একাদশে পেস বিভাগে দেখা যেতে পারে ৩ জনকে। তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান এক্ষেত্রে প্রধান পছন্দ!

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাম্প্রতিক সময়ে খুব একটা ওয়ানডে না খেলার বিষয়টি বাংলাদেশের চিন্তার বড় কারণ। গত ডিসেম্বরে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটের সিরিজে পাত্তা পায়নি। তিনশোর্ধ্ব পুঁজি নিয়েও হেরেছে শেষ ওয়ানডেতে। এরপর প্রায় দেড়মাসের বিপিএলও ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। ফলে নিকট অতীতে ওয়ানডে না খেলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে গেছে। যেখানে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয় দেখা গেছে শান্তদের। পাকিস্তান শাহিনসও তাদের বিপক্ষে দাপট দেখিয়ে ৭ উইকেটে জিতে নেয়।

বিপরীতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে অন্যতম ফেবারিট দল হিসেবে। ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে তারা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। সবমিলিয়ে শক্তিমত্তায় কয়েক গুণ এগিয়ে রোহিত-কোহলিরা। এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৩২টিতে, বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ৮টি এবং বাকি ১টিতে ফল আসেনি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।