ভুটানের ১৭তম জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছাপত্র

ভুটানের ১৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে ভুটানের বাংলাদেশস্থ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী।

ভুটানের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল লা-মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভুটানের ১৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে একটি শুভেচ্ছাপত্র রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করা হয়।