রাজধানীসহ সারা দেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের নিবার্হী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান শুক্রবার (২১ নভেম্বর) দলটির সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।তিনি আরো বলেন ভূমিকম্পের তীব্রতা আমাদের সতর্কবার্তা দিয়েছে। এখনই সবাইকে সততা, ন্যায়নিষ্ঠতা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর মনোনীত সরল পথে ফিরে আসতে হবে।
বিবৃতিতে মেজর মান্নান বলেন, বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন।
