মক্কার কাবায় ইফতার করছেন সাধারণ মানুষ

হিজরি ১৪৪৬ সনের পবিত্র রমজান মাসের প্রথম রোজা সম্পন্ন করেছেন সৌদি আরবের সাধারণ মানুষ। পবিত্র কাবা শরীফে প্যাকেটে করে আনা হয়।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ মক্কার কাবা শরীফ ও মসজিদে নববীতে আনা ইফতারের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, মক্কায় প্লাস্টিকের প্যাকেটে করে ইফতার আনা হয়েছে। অপরদিকে মসজিদে নববীতে কাগজের বাক্সে করে ইফতার সরবরাহ করা হয়েছে।

সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ সময় রাত ৯ট ২০ মিনিটের দিকে সেখানে মাগরিবের আজান দেওয়া হয়। এরপর সবাই পানি অথবা শরবত খাওয়ার মাধ্যমে রোজা ভাঙেন। এর কিছুক্ষণ পরই শুরু হয় মাগরিবের নামাজ। কাবায় নামাজ পড়ান শাইখ সুদাইস।

গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় রমজানের চাঁদ দেখতে পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদি আরব। এরপর এশার নামাজের পর সেখানে পড়া হয় প্রথম তারাবি।

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসতে থাকে চাঁদ দেখার ঘোষণা।