নাহিদুর রহমান দুলাল (লক্ষীপুর রায়পুর প্রতিনিধি) : আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন, মাদককে প্রতিহত করি এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই”—এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে একতারবন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের শহীদ উসমান চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাওসার। বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও ঐক্য গড়ে তুলতে হবে।
র্যালিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ। অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী নানা প্ল্যাকার্ড ও ব্যানার।
