মাদারগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরণের মাদক

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে বিক্রি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরণের মাদক। মাদকদ্রব্য বিক্রি হওয়ায় যুবসমাজের একটি বড় অংশ মাদকে আশক্ত হয়ে পড়ছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার তেঘরিয়া বাজার, মহিষবাথান, নব্যচর, বালিজুডী, কোয়ালিকান্দি, শ্যামগঞ্জ বাজার ও কয়ডা বাজারের আশপাশের কিছু কিছু বাড়িতে সংখালঘু মুচি (রবিদাশ) পরিবারগুলোসহ অনেক মুসলিম পরিবারও মাদক ব্যবসার সাথে জড়িয়েছে।তেঘরিয়া বাজারের আশপাসেও চোলাই মদ তৈরী করছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য তৈরী ও বিক্রির অভিযোগে তেঘরিয়া থেকে কৃষ্ণ রবিদাশ, নব্যচর গ্রামের ছাইদুর রহমান ও পাকরুল গ্রামের খইদর মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠলেও তাতে কোন লাভ হচ্ছে না। অপরাধীরা জেল থেকে জামিনে বেরিয়ে আবার পুরোনো পেশায় যোগ দিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ,সমানে ঈদুল ফিতরের মেলা উপলক্ষে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে চোলাই মদ তৈরীসহ গাজা, ইয়াবা, হিরইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য মজুদ করছে। যা ঈদের সময় চড়া দামে বিক্রি করার আশায় মজুদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বালিজুড়ী নামাপাড়া রবিদাশ পল্লীতে প্রতিদিন তৈরী হচ্ছে চোলাই মদ। তাদের কিছু বললেই তারা বলে যে আমাদের খাওয়ার অনুমতি আছে।কিন্তু বিক্রি করার অনুমতি নেই তর পরেও আমরা বিক্রি করি মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে থাকি। তেঘরিয়া বাজারসহ বিভিন্ন স্থানের মাদকের বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন যে যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আগের চাইতে ছাত্রদের এখন বেশি নেশা করতে দেখা যায়। মাদারগঞ্জ উপজেলাবাসীরা দাবী জানিয়েছেন চোলাই মদ তৈরী সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি বন্ধের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ জরুরী ভাবে কামনা করেছেন।