নিজস্ব প্রতিবেদক : স্থানীয় জনগণ ও প্রতিনিধিদের নেতৃত্বে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উন্নয়ন সংঘ(ইউএস) এর উদ্যোগে ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২০ অক্টোবর মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের সভকক্ষে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্।
উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকরল্পের লক্ষ উদ্দেশ্য বর্ণনা করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল এবং প্রকল্পের ধারণা পত্র উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক শেখ মাসুদুল আলম।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মির্জা নাদিয়া সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি আমজাদ হোসেন প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, স্বাস্থ্য সহকারীসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
জানা যায় প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে অংশীদারদের সহায়তায় এই কার্যক্রমগুলো একটি জলবায়ু স্মার্ট ও দুর্যোগ সহনশীল অঞ্চল হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণে সক্ষম করা হবে, যাতে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রশমন করতে পারে।
প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ:
কৃষক, যুবক ও কিশোরী দল গঠন, সফল কৃষক নির্বাচন, প্রকল্প বাস্তবায়নাধীন এলাকা তথা জামালপুর জেলায় টেকসই ও জলবায়ু-স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষে বিলুপ্তপ্রায় এবং মাইক্রো-নিউট্রিয়েন্ট সমৃদ্ধ জাতের বিস্তার ও উৎপাদনে প্রদর্শনী প্লট স্থাপন করা, সরকারি, বেসরকারি ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধি যেমন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উপকরণ বিক্রেতা কোম্পানী ও ব্যবসায়ী প্রতিনিধি এবং সফল কৃষক নিয়ে রিসোর্স পুল গঠন করা, জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এর উপর প্রশিক্ষণ প্রদান করা, আধুনিক ও নতুন প্রযুক্তি উপর সক্ষমতা বৃদ্ধির জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস (গ্যাপ) বিষয়ে প্রশিক্ষণ প্রদান, জলবায়ু পরিবর্তনকে মোকাবেলার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমেঝোতা ও কর্মশালা আয়োজন করা, দূ্র্েযাগ ব্যবস্থাপনায় আর্লি ওয়ার্নিং সিস্টেম জোরদার ও কর্মশালা আয়োজন করা, স্থানীয় যুবকদের জলবায়ু পরিবর্তনে আধুনিক ও টেকসই প্রযুক্তির উপর সক্ষমতা বৃদ্ধির জন্য প্লান্টিক্স এপস এর মাধ্যমে সচেতন করা, প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার কৃষকদের মাঝে যোগাযোগ বৃদ্ধি ও দ্রুত তথ্য আদান প্রদানের জন্য ফেসবুক গ্রুপ তৈরী, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসার এবং বিস্তারের জন্য কৃষক মাঠ দিবস আয়োজন করা, জিংক ও প্রোটিন সমৃদ্ধ ধান, আয়রণ সমৃদ্ধ ডাল, ভিটামিন-এ সমৃদ্ধ মিষ্টি আলু ও অধিক পুষ্টি সমৃদ্ধ ফসল যেমন-চীনা, বাদাম এর প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে পুষ্টি চাহিদা মেটানোর উদ্যোগ গ্রহণ করা, ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কার্যক্রম সচল রাখতে বিভিন্ন পেশাজিবী মানুষদের সমন্বয়ে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফরম গঠন করা ইত্যাদি।
উল্লেখ দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় গেইন বাংলাদেশের কারিগরী সহযোগিতায় ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ (ইউএস) বাস্তবায়ন করছে। ১৭ মাসের প্রকল্পে মোট বাজেট বরাদ্দ হয়েছে দুই কোটি ৪০ লাখ ৩৫ হাজার চল্লিশ টাকা। প্রকল্পটি আগামী ২০২৬ সালের নভেম্বর মাসে শেষ হবে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।
মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা
