মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ফরিদকে আটকের পর জেল হাজতে প্রেরন

স্টাফ রিপোর্টার : জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক ও আইনজীবী সহকারী ফরিদুল ইসলাম বি কম কে আটক করেছে ডিবি পুলিশ।
১৯ অক্টোবর রবিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ২ নং কড়ইচড়া ইউনিয়নের মিলনবাজার থেকে ডিবি জামালপুরের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।সে ফরিদুল ইসলাম কড়ইচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ছোট ভাংবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। ডিবি পুলিশ সুত্র জানায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের বিশেষ দল কড়ইচড়া ইউনিয়নের মিলনবাজার থেকে ডিবি জামালপুরের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানা হেফাজতে রাখা হয়। পরে ২০ অক্টোবর সকালে ফরিদকে বিশেষ ক্ষমতা আইন এর ১৫(৩) তৎসহ পেনাল কোড এ জামালপুর আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে বিশেষ ক্ষমতা আইন এর ১৫(৩) তৎসহ পেনাল কোডে তাকে জেলা হাজতে প্রেরন করে।