এস,এম হুমায়ুন কবির : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বুধবার সকালে এনছ প্রামানিক গং ও নুরল গংদের মাঝে জমিনের সিমানা ঠিক করার জন্য একটি শালিসের আয়োজন করে। কিন্তু এনছ মিয়ার জমিনের কাগজ
বাসায় না থাকার কারণে অন্য দিন জমিনের সিমানা মাপা হবে। ্এই কথা বলে সালিশের লোকজন চলে যায়। এমন সময়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যয়ে সংর্ঘষ বাধে। এতে নুরলের ছোট ভাই আবুল কালাম (৫৮) জ্ঞান হারিয়ে ঘটনার স্থানেই মাটিতে পড়ে যায়। পরে তাহাকে মাদারগঞ্জ হাসপাতালে নেওর পরেই তার মৃত্যু হয়েছে। উক্ত বিষয়ে হিতের ছোট ভাই অবসর প্রাপ্ত সেনা সৈনিক সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন ও এ এস পি র্সাকেল সাইদুর রহমান ঘটনার স্থান পরির্দশন করেছেন। হিতের লাস ময়না তর্দন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। অভিযোগ সঠিক হলে এটা হত্যা মামলা হবে বলে ওসি জানান। জাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ঘরে তালা দিয়ে পালিছে। এতে মনে হয় তারা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করেন এলাকাবাসি।