মাদারগঞ্জে জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম.এফ.এ মাকাম : জামালপুরের মাদারগঞ্জ চরপাকেরদহ ইউনিয়নে বৈধ জমি জোর পূর্বক জমি দখল ও প্রকৃত জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার ২০ জুলাই সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোতাহার প্রামাণিক, সাহেব আলী প্রমাণিক, মনিরা আক্তার ও বেলাল প্রমাণিক।
বক্তারা বলেন,স্থানীয় রফিক প্রামাণিক একজন চিহ্নিত ভূমিদস্যু। তার সহোদরা ভাই নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেকের প্রভাবে গোদাশিমুলা বীর মালঞ্চ এলাকায় বীর মালঞ্চ মৌজায় ৩টি দাগে ১৭৬ শতাংশ জমি জোর পূর্বক দীর্ঘদিন যাবত দখল করে আছে। এ নিয়ে এলাকায় শালিস বৈঠক হলেও তারা জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে দেয় নাই।
বক্তারা আরও বলেন, জমি নিয়ে কথা বললেই আমরা দরিদ্র পরিবারের হওয়ায় প্রভাব দেখিয়ে মামলা দিয়ে জেল খাটায়। এর আগেও ১১ টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এরপরেও আমরা জমি নিয়ে একাধিক মামলা করেছি। জমি উদ্ধারে মামলা দেওয়ার পর থেকেই আমাদের নামে নানা ধরণের হুমকী সহ মিথ্যা মামলা দেওয়ার হুমকী এই ভূমিদস্যুরা। দ্রুত সময়ের মধ্যেই এই ভূমিদস্যুদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবী করেন বক্তারা।