মাদারগঞ্জ সংবাদদাতা : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম, উপজেলা ফরেস্টার সরওয়ার জাহান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে উপজেলার সাতটি ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সাত ইউনিয়নে সাতটি দল বিজয়ী হয়। আজকের এই আয়োজনে উপজেলার সাতটি ইউনিয়নের সাতটি দল অংশগ্রহণ করে। এছাড়াও ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ‘ শীর্ষক আন্তস্কুল বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে উপজেলার আটটি দল অংশগ্রহণ করে। ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক আন্ত কলেজ বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে চারটি দল অংশগ্রহণ করে।
Related Posts
শেরপুরে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও কৃতী শিক্ষার্থী সম্মাণনা
- AJ Desk
- August 26, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে নৃ-জনগোষ্ঠির এক বীর মুক্তিযোদ্ধা এবং সদ্যএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হাজং সম্প্রদায়ের এক […]
সরিষাবাড়িতে স্কুল ছাত্র উজ্জল হত্যার প্রধান আসামী গ্রেফতার
- AJ Desk
- April 5, 2024
সরিষাবাড়ী সংবাদদাত :জামালপুরের সরিষাবাড়িতে স্কুল ছাত্র উজ্জল হত্যার প্রধান আসামী পরাণকে গ্রেফতার করেছে সরিষাবাড়ি থানা […]
দেওয়ানগঞ্জে একই পরিবারের ৪ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ
- AJ Desk
- October 30, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে একই পরিবারের ৪ সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জেলার […]