মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দেড়শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সফলতা কামনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান খান সৌরভের সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর সন্ধ্যাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য আল আমিন তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় পৌর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল মানুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বকুল, কলেজ ছাত্র দলের আহবায়ক শামীম আহমেদসহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।