মাদারগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে উপজেলা হাসপাতালে অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ

oplus_0

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্মাপাদ খালিদ হাসানের অর্থায়নে তারেক জিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্মপাদক শাহ্ ওয়ারেছ আলী মামুনের নির্দেশে রোববার সকালে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে শতাধিক অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ ও ফল বিতরণ করা হয়েছে। এ সময় পৌর বিএনপির নেতাকর্মী ও জেলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মগণ উপস্থিত ছিলেন।অসহায় রোগীরা নগদ অর্থ ও ফলফ্রুট হাতে পেয়ে আল্লাহর কাছে দু-হাত তুলে তারেক জিয়া,ওযারেছ আলী মামুন ও খালিদ হাসানের জন্য প্রাণ খোলে দোওয়া করেন এবং তাদের দীর্ঘ হায়াত কামনা করেন।