মাদারগঞ্জে বেসিক ক্যাডেট একাডেমীর ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রথমসারির প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমীর ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অত্র একাডেমীর আয়োজনে একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য সচিব জাকিরুল ইসলাম লাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ফায়েজুল ইসলাম লাঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফরহাদ হোসেন,পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন বেসিক ক্যাডেট একাডেমীর পরিচালক আবুল হাশেম,পরিচালক মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র একাডেমীর অধ্যক্ষ রবিউল ইসলাম লেবু। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদারগঞ্জ বেসিক ক্যাডেট একাডেমীর অন্যান্য পরিচালক,শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।