মাদারগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মাদারগঞ্জ সংবাদদাতা : “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গত শনিবার উপজেলা ভূমি অফিসে আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। এই সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।
ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার, বালিজুড়ী এফ. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল তালুকদার প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এসময় উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ ভূমি মালিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, অনলাইনে জমির খাজনা প্রদান, ই-নামজারি, অনলাইনে বাড়িতে বসেই সেবা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।