মাদারগঞ্জে মনোয়ারা-রকিব কমিউনিটি ক্লিনিক এর উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

oplus_0

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে মনোয়ারা-রকিব কমিউনিটি ক্লিনিক এর উদ্ধোধন উপলক্ষে বৃহস্প্রতিবার সকালে মনোয়ারা-রকিব ক্লিনিক চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভা পতিত্ব করেন মনোয়ারা-রকিব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদুল হাসান মামুন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এবং ফিতা কেটে ক্লিনিক উদ্ধোধনের কথাছিল মো,কামরুল হাসান এনডিসি,সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তিনি সরকারের বড় ধরনের কাজের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হতে পরেনাই। কিন্তু তিনি ভিডিও কলের মাধ্যমে বক্তব্য এবং ক্লিনিক এর উদ্ধোধন করেছেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ ফজলুল হক সিভিল সার্জন জামালপুর,ডাঃ আব্দুলাহ আল মামুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাদারগঞ্জ,আবু সাইদ সাদা অধ্যক্ষ আব্দুল জলিল কারিগরি কলেজ মাহমুদ পুর মেলান্দহ,মো,মুরাদুল হাসান এম,কম.আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সোশ্যাল ডেভলাপমেন্ট ঢাকা,ডাঃ কবীরুলহাসান বিন রকীব সহকারী অধ্যাপক মেডিসিন) বিভাগ জামালপুর মেডিকেল কলেজ জামালপুর। পরে সেখানে দিনব্যপি ফ্রি মেডিকেল ক্যাম পরিচালানা করা হয় এবং গরিবদের মাঝে বিনামুল্যে ওষুধ এবং ব্যবস্থ্পত্র বিতরণ করা হয়েছে।