মাদারগঞ্জে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,সরকারি দপ্তর প্রধান,শিক্ষক,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের যমুনা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়ামীমা নাহাত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ,কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, এনজিও প্রতিনিধি জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বক্তাদের বিভিন্ন দপ্তরের সমস্যা ও সংকটের কথা শুনেন, এবং সমাধানের আশ্বাস দেন। সেই সাথে উপস্থিত সকলকে দূর্নীতিমুক্ত থাকা ও নিজ দায়িত্বে আরো মনোযোগী হবার তাগিদ দেন।