মাদারগঞ্জে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

Oplus_132096

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধান রোপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাতলামারি এলাকায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিতা কেটে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রওশন আরা আক্তার প্রমুখ।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদ ব¬ক প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ প্রদর্শনীতে ব্রি ধান-৮৯ জাতের চারা রাইস ট্রান্সপ¬ান্টার যন্ত্রের মাধ্যমে ৮২ জন কৃষকের ৫০ একর জমিতে রোপণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার গুনারিতলা ইউনিয়নে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ শুরু করছেন স্থানীয় কৃষকরা। জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব। সফলভাবে ফসল উৎপাদনের জন্য সমলয়ে চাষাবাদ পদ্ধতিকে জনপ্রিয় করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে ব্রি ধান ৮৯ জাতের বীজ, সার ও ফসলের উপকরণ দেওয়া হয়েছে/হচ্ছে। এ পদ্ধতিতে বোরো ধান উৎপাদন খরচ কমবে এবং ফলন হবে বেশি।