মাদারগঞ্জে যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Oplus_131072

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের প্রয়াত আহবায়ক আহসান উল্লাহ বুলবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জোড়খালী ইউনিয়ন যুবদলের আয়োজনে বেড়া বাজার বিএনপির আঞ্চলিক কার্যালয় চত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন হেলাল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য রহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য ও হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জামিউল আহসান, জোড়খালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সোহানুর রহমান সেলিম, আল আমিন, সিদ্দিকুর রহমান, জিন্নাহ, জোড়খালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমান জনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ তাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ইসলাম জনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মিষ্টার আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরছালিন। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- জোড়খালী ইউনিয়নের যুবনেতা মোশারফ হোসেন টিটু, শেরপুর পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসেম, জোড়খালী ইউনিয়নের যুবনেতা আনোয়ার, আবুল কাসেম প্রমুখ। আহসান উল্লাহ বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বেড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলমগীর হোসেন। এসময় উপজেলা, ইউনিয়ন যুবদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।