মাদারগঞ্জে শহীদ জিয়া পরিষদের আনন্দ র‌্যালি

oplus_1024

মাদারগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নবনির্বাচিত শহীদ জিয়া পরিষদের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আয়োজনে গাবেরগ্রাম এলাকায় এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।
আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক দুর্জয় মিয়া সাদ্দাম। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা শহীদ জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক ইউনুস, মাহমুদুল হাসান, মাসুদ রানা, মিষ্টার শেখ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদস্য আবু রায়হান, ফজলে রাব্বি, শাহারিয়া হোসাইন জয় প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ২৪ সদস্য বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেন জেলা কমিটির আহবায়ক সজীবুল ইসলাম সজিব ও সদস্য সচিব কামরুল হাসান শান্ত।