মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা

নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শিক্ষা সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগের প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। ২৩ নভেম্বর ২০২৫ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে এক অধিপরামর্শ সভার তিনি এই মতামত ব্যাক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সনাকের সভাপতি শামিমা খান, শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মনোয়ারা খানম, যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান মল্লিক, সদস্য তামান্না সালেহীন কবিতা ও মুহাম্মদ সাজ্জাত হুসেন।
সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মনোয়ারা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান মল্লিক। তিনি তার বক্তব্যে বলেন, সনাকের চলমান প্রকল্প প্যাকটার মাধ্যমে মাধ্যমিক শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা সেবার মান উন্নয়নে সনাক উদ্যোগ গ্রহন করেছে। মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা সনাক-এর সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ। সনাকের চলমান প্রকল্প প্যাকটায় মোট তিনটি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমে উপজেলা শিক্ষা অফিসের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সভায় জানানো হয়, বিদ্যালয়ে রশিদবিহীন অর্থ আদায় বন্ধ, নিয়মিত অভিভাবক সমাবেশ, বিদ্যালয়ে তথ্য বোর্ড স্থাপন, বিদ্যালয়ের দৃশ্যমান স্থানে অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন, শিক্ষার্থী ঝড়েপড়া রোধে উদ্যোগ গ্রহন, বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাম্মদ ছানোয়ার হোসেন তার বক্তব্যে, সনাক-টিআইবি এর এই ধারাবাহিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিদ্যালয়গুলোতে শুদ্ধাচার চর্চা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু নির্দেশন প্রদান করা হয়েছে। সনাক কর্তৃক প্রস্তাবনাগুলোও ধারবাহিকভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সনাক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগ জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময় মাধ্যমিক শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরে যে উদ্যোগ গ্রহন করেছে সেখানে মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মনোয়ারা খানম আশাবাদ ব্যাক্ত করেন।