মোহাম্মদ আলী : মানুষ হয়েও খায় না ভাত পানি। খাচ্ছে পোকামাকড়, ময়লা আবর্জনা, পড়নের কাপড়। চোখের সামনে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে কর্তা! পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার!
জামালপুর জেলার পাথালিয়া গ্রামের চা স্টলের কর্মচারী শহিদুল ইসলাম (৪০) এর মানসিক পারিবারিক অবস্থা আজ মানবেতর! জানা যায় , গত সপ্তাহ পর্যন্তও শহিদ শহরের ফৌজদারি মোড়স্থ ভাইয়ের চায়ের স্টলে কাজ করত। এই সপ্তাহের প্রথম দিকে সকাল বেলা থেকে শহিদ অস্বাভাবিক আচরণ করছে। একা একা ইশারায় কার সাথে জানি কথা বলছে। স্ত্রী সন্তানদের কাউকে চিনছে না, কারো সাথে কথা বলছে না, ভাত পানি খাচ্ছে না। মাটিতে পড়ে থাকা ময়লা আবর্জনা, পোকামাকড় তোলে খাচ্ছে। কোনো কোনো সময় গাছের পাতা, পড়নের কাপড় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঘরে থাকছে না। ছুটোছুটি করছে। বাধ্য হয়েই পরিবারের লোকজন তাকে মাঝে মধ্যে বেঁধে রাখছে। শহিদ এর স্ত্রী নাজমা ( ৩৫ ) জানান, আজ থেকে কয়েক বছর আগে শহিদের জ্বর হয়েছিল। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৫ দিন হাসপাতালে থাকার পর বাড়িতে গিয়ে শহিদ পাগলামি শুরু করে। তখন তাকে চিকিৎসা করানোর পর সুস্থ হয়েছিল। তার বেশ কয়েক বছর পর আবার সে পাগলামি করছে। কিন্তু, এবার তার চিকিৎসা করানোর কোনো উপায় নাই। সে গরীব দিনমজুর। বিক্রি করার মতোও কিছু নেই। দুইটা ছেলেই ছোট ছোট। তার থাকার ঘরটিও করে দিয়েছেন কোনো এক দাতা সংস্থা। এমতবস্থায়, তিনি তাই তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন।
মানুষ হয়েও খাচ্ছে পোকামাকড় ময়লা আবর্জনা পড়নের কাপড়
