মোহাম্মদ আলী : মায়ের হাতের পরম যতেœ বেড়ে উঠবে মানুষ ও পরিবেশ পরম বন্ধু, বনের বৃক্ষ! এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অর্ধশত মায়েদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করল ” ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া “।
সোমবার, পাথালিয়া পশ্চিম পাড়ায় বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে “ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া” এর এডমিন, শামস উদ্দিন মৃধান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ এর শরীরচর্চা বিষয়ক শিক্ষক, মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা. বিশিষ্ট রাজনীতিক. ব্যবসায়ী. আরিফ হোসেন বাহাজ, যুবনেতা ও ব্যবসায়ী. আনিছুর রহমান, হযরত শাহ জামাল স্কুল এণ্ড কলেজ এর সহকারী শিক্ষক, পারভেজ উদ্দিন, সাবেক উপ-সহকরী কর্মকর্তা, আব্দুস সাত্তার, শিক্ষানুবিশ আইনজীবী. নুসরাত জাহান, অবসরপ্রাপ্ত চাকুরীজিবী. দিদার পেশকার, ব্যবসায়ী. গোলজার হোসেন হোসেন মৃধা ও বজলুর রহমান, রমিজ উদ্দিন এবং এসকে সাদী রাসেল, রিপন, জাহিদসহ পাথালিয়া স্বর্বস্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তরা,” ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া ” এর কর্মকাণ্ডের প্রশংসা করে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা ও খেলাধূলায় প্রসার ঘটাতে উদ্যোগ গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানটির আয়োজন ও মনোজ্ঞ সঞ্চালনায় ছিলেন,” ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া এর প্রতিষ্ঠাতা ও এডমিন, রাসেল মিয়া। ভার্চুয়াল উপস্থাপনায় ছিলেন, সোহানুর রহমান সোহান।
মায়ের যত্নে বেড়ে উঠবে বনের বৃক্ষ
