নিজস্ব সংবাদদাতা : মার্কেটিং এসোসিয়েশন, জামালপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ১ম বার্ষিকী বনভোজন শহরের লুইস পার্কে গত মঙ্গলবারে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিজয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লুইস ভিলেজ পার্কে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাধারণ সম্পাদক ও বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠা এবং হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম বুলবুল, ডাঃ নাহিদা আক্তার পিংকি, ডাঃ মাহমুদুল হাসান বিপ্লব, সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, এভার গ্রীন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন রশীদ, বড় পীর আব্দুল কাদের জিলানী র. জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবি এম মাকসুদুর রহমান সোহেল প্রমুখ।
মার্কেটিং এসোসিয়েশন জামালপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বার্ষিক বনভোজন
