বকশীগঞ্জ প্রতিনিধি ; জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর মিডফোর্টে ভাঙারী ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার ১২জুলাই বিকালে উপজেলা এনসিপির আয়োজনে কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এনসিপির উপজেলা শাখার যুগ্ন সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদের সঞ্চালনায় এবং প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুগ্ন সমন্বয়কারী এমদাদুল হক মিলন, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্ন সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ, এনসিপি নেতা সুলতানুস সালেহিন ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ন সমন্বয়কারী আজমাইন মন্ডল প্রমুখ। এসময় বক্তারা বলেন, চাঁদাবাজীর কারণে একজন মানুষকে এভাবে হত্যা করা সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই হত্যায় যে দলেরই লোক জড়িত থাকুক তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তারা চাঁদাবাদী রুখে দিতে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান। মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের এনসিপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিডফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
