মিডল অর্ডারে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না : নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। নিয়মিত ওপেনার হলেও তাকে খেলানো হয় মিডল অর্ডারে। চার নম্বরে ব্যাট করে ব্যর্থ হন নাঈম। চার নম্বরে ব্যাট করা নিয়ে এবার মুখ খুলেছেন এই ওপেনার।

আজ শুক্রবার মিরপুরে অনুশীলন শেষে নাঈম বলেন, ‘সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল বলেই আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি। সাধারণত আমার খেলার কথাই ছিল না। তো মানসিকভাবে যদি আমি আগে থেকে জানতাম যে এমন সুযোগ আসবে…।’

‘সত্যি বলতে, এইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাব, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।’-যোগ করেন তিনি।

মিডল অর্ডারে কোন ধরনের ব্যাটিং করতে হয় তা নিয়ে দ্বিধায় ছিলেন নাঈম। তিনি বলেন, ‘সবসময় ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। তো ওই মানসিকতা নিয়েই খেললাম। কিন্তু মনের মধ্যে এটাও থাকে যে যদি মাঝখানে… এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না। কিন্তু হঠাৎ করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডারের খেলোয়াড়রা যে জিনিসটা নিয়ে সংগ্রাম করে, ওই জিনিসগুলো কিন্তু সাধারণত আমার জানা থাকে না।’

‘অনেক সময় বাইরে থেকে সহজ মনে হয়। খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো। টোটালি ওই জায়গাটা ভিন্ন একটা জায়গা। তো সার্বিকভাবে সবকিছু মিলিয়ে সব জায়গায় অনুশীলন করি। কিন্তু এখন ব্যক্তিগত যে অনুশীলনটা ছিল, নিজের প্রস্তুতির জন্যই ছিল।’-যোগ করেন তিনি।