মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সফরকারী দলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ মাইক হেসন। এ ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয় বলেও তিনি একপ্রকার ক্ষোভ ঝেড়েছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মাইক হেসন বলেন, ‘(আদর্শ উইকেট) না। আমার মনে হয় না এমন উইকেট কাউকে সাহায্য করবে। সবাই এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে। সেই অবস্থায় এরকম আসলে মেনে নেওয়া যায় না। যদিও ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাচ্ছি না। একইসঙ্গে এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়।’

যেকোনো দলের ক্রিকেটীয় উন্নতির জন্য আরও ভালো উইকেট প্রয়োজন বলেও মন্তব্য করেন হেসন, ‘আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি (হাসি)। ক্রিকেটের উন্নতির জন্য আপনাকে আরও ভালো ক্রিকেট উইকেট বানাতে হবে। বিপিএলেও ভালো কিছু উইকেট হয়েছে এখানে। আন্তর্জাতিক ম্যাচে হয়তো সেরকম মানের উইকেট হচ্ছে না।’

পরে উইকেট নিয়ে বাংলাদেশি ওপেনার পারভেজ ইমন বলেছেন, ‘(উইকেট আদর্শ নয়) এমন কিছু তো মনে হয়নি । আমরা ১১০ রান করেছি, ১৬ ওভারে মনে হয় (মূলত ১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভার খেলতাম ১৬০ রান এখানে করতে পারতাম। আমার মনে হয়নি এটা ওইরকম (যেমন পিচের কথা পাক কোচ বলেছেন)। হতে পারে ওরা এডজাস্ট করতে পারেনি, আমরা এডজাস্ট করার চেষ্টা করেছি এখানে।’

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের সামনে পাকিস্তানের ফখর জামান ছাড়া সেভাবে কেউ দাঁড়াতেই পারেননি। তার ৩৪ বলে ৪৪ ছাড়াও আব্বাস আফ্রিদি ২২ ও খুশদিল শাহ ১৭ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কোনো সফরকারী ব্যাটার। ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতেই তানজিদ তামিম ও লিটন দাশের উইকেট হারায়। তবে পারভেজ হোসেন ইমনের (৫৬) ফিফটিতে ভর করে ২৭ বল এবং ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরোয় টাইগাররা।