মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেল ক্ষুদে শিক্ষার্থীরা,বিকেএ-এর আয়োজনে বৃত্তি ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ বিতরণ অনুষ্ঠান

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ)-এর আয়োজনে ২০২৪ সালের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট ক্রীড়াবিদ,বাংলাদেশ সাফ ফুটবল বিশ্বকাপ জয়ী দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি এর আহবায়ক জনাব আমিনুল হক। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর মেধাবীদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিকেএ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান সহ কেন্দ্রীয় ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং পল্লবী থানার অন্তর্গত বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক । অনুষ্ঠানটি ফুল ও আলোকসজ্জায় সজ্জিত একটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাফল্যে সবাই অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।