চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে পরাজিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এম আইনুল কবির চার বছর পর আদালতের শরণাপন্ন হয়েছেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ‘ছাতা’ প্রতীকের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আদালতের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদচ্যুত করে অন্য প্রার্থীদের মেয়র ঘোষণা করার পর আইনুল কবির একটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অধীনে নির্বাচনী ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন এম আইনুল কবির। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুন শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম।
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের নির্বাচনে অনিয়মের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুল আলম খোকাকে ১৬ হাজার ৯৫৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। অথচ এম আইনুল কবির পান মাত্র ১ হাজার ৯১৬ ভোট। তিনি দাবি করেন, এই ফলাফল ছিল রাজনৈতিক প্রভাব ও কারচুপির ফসল। তিনি আদালতের কাছে সব পরবর্তী কার্যক্রম বাতিল করে তাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন জায়গায় আদালতের রায়ে মেয়র পরিবর্তনের নজির স্থাপন করেছে। চসিকে রেজাউল করিম চৌধুরীর স্থানে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত। এরপর থেকেই দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেক পরাজিত প্রার্থী।