নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ বৃহস্পতিবার বাদ মাগরিব গাজীপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. লেবু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ মো. ইস্রাফিল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও মেলান্দহ- মাদারগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব অধ্যকাপক মাওঃ মো. মুজিবুর রহমান আজাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মো. ইদ্রিস আলী, জামালপুর সাবেক পৌর আমীর মো. জিয়াউল কবির। অন্যান্যদের মধ্যেইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, মাওঃ হাবিবুল্লাহ, মাওঃ মো. শহিদুল্লাহ, মাওঃ আব্দুল আলীম, শামীম হোসেন, আবু সাইদ প্রমুখ বক্তব্য রাখেন।
মেলান্দহের ঝাউগড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী ও কর্মী সমাবেশ
