নিজস্ব প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে এক অসহায় কৃষকের জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে সম্প্রতি ওই ভুক্তভোগী কৃষক মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার মৃত জবেদ আলীর ছেলে মোঃ সুরুজ্জামান এর পৈত্রিক সুত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলো। জমির এক অংশে তিনি ইউক্যালিপটাস বাগানও করেছিলেন। সেই জমিটি দখলের উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী প্রভাবশালী সুরুজ্জামান, সোলায়মান, নজরুল ইসলাম ও ফজলুল হক কৃষক সুরুজ্জামান এর ইউক্যালিপটাস বাগান উপড়ে ফেলার চেষ্টা করে। পরে বিষয়টি জেনে ভুক্তভোগী সুরুজ্জামান বাঁধা দিতে গেলে তাকে অভিযুক্তরা আক্রমণের চেষ্টা করে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের মানুষরা এসে তাকে রক্ষা করেন। এই ঘটনায় মেলান্দ থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন ভোক্তভোগী পরিবার। ভুক্তভোগী সুরজ্জামান সাংবাদিকদের জানান,আমার পৈতৃক সুত্রে পাওয়া জমি যেটি আমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছি। হঠাৎ করে আজ এলাকায় ভূমিদস্য হিসেবে পরিচিত অভিযুক্তরা আমার জমিটি দখল করার পায়তারা চালায়। বিষয়টি নিয়ে অসহায় দরিদ্র কৃষক সুরুজ্জামান থানায় অভিযোগ দেওয়ার আগে স্থানীয়দেরকে নিয়ে এলাকায় শালিসি বৈঠকেরও আয়োজন করেন। শালিস বৈঠকেও তার জমির দলিলপত্র দেখে তারা সুরুজ্জামানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এব্যাপারে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে থানায় ডেকেছিলাম।এলাকার চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে নিয়ে বসে জমির কাগজপত্র দেখবো। কিন্ত অভিযোগকারী আসলেও বিবাদী পক্ষ আসে নি। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Posts
সানন্দবাড়ীতে অনুষ্ঠিত হলো সোনালী লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- AJ Desk
- October 12, 2024
রশীদুল আলম শিকদার : গত ৯ অক্টোবর সানন্দবাড়ীতে অনুষ্ঠিত হলো দেশের চতুর্থ প্রজন্মের শতভাগ অনলাইন […]
ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- AJ Desk
- March 28, 2024
ইসলামপুর সংবাদদাতা : সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস […]
ইসলামপুরে বৃষ্টি প্রার্থনায় ইস্তিস্কা নামাজ আদায়
- AJ Desk
- April 29, 2024
ইসলামপুর সংবাদদাতা : অনাবৃষ্টির ফলে অতিরিক্ত তাপদাহে মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনায় জামালপুরের ইসলামপুর ইস্তিস্কা […]