স্টাফ রিপোর্টার : বিনা অনুমতিতে ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা ৪টি বড় মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
গতকাল বুধবার মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর, ৪নং নাংলা ইউপি চেয়ারম্যান মোঃ কিসমত পাশার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ইউনিয়নবাসী।
অভিযোগে জানা যায়, গত সোমবার সকালে নাংলা ইউনিয়ন পরিষদের চারপাশে দণ্ডায়মান বড় বড় ৪টি মূল্যবান বনজ ও ফলজ গাছ কেটে নিয়েছেন চেয়ারম্যান। এসময় এলাকার মানুষ আপত্তি ও বাঁধা প্রদান করলেও তিনি মানেননি।
পরিষদের পাশেই বসবাসকারী কয়েকজন বয়োবৃদ্ধ জানান, আমাদের বউঝিরা ইউনিয়ন পরিষদে ভিজিডি, ভিজিএফ ও অন্যান্য সেবা নিতে গিয়ে গাছগুলোর নীচে বসে বিশ্রাম নিতেন। বাচ্চাদের বুকের দুধ খাওয়াতেন। ভিড় ভারে ক্লান্তি জুড়াতেন। আমরাও মাঝে মধ্যে গাছের নীচে বসে আড্ডা দিতাম। সেই গাছগুলোর কেটে নেওয়ায় একদিকে যেমন আমাদের শান্তি বিনষ্ট হলো অপরদিকে পরিবেশের মারাত্বক ক্ষতি হলো।
এসময় ইউনিয়ন পরিষদের দফাদার নুরুন্নবীর কাছে গাছ কাটার কারণ জানতে চাইলে তিনি জানান, গাছগুলো পারিষাদিক প্রয়োজনে চেয়ারম্যান কেটেছেন।
তবে, এব্যাপারে বার বার চেষ্টা করেও নাংলা ইউপি চেয়ারম্যান মোঃ কিসমত পাশার কোনো মতামত পাওয়া যায়নি।
মেলান্দহে চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ
