মেলান্দহে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণ মিছিল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 2); aec_lux: 187.12292; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 38;

নিজস্ব সংবাদদাতা : গত ৫আগষ্ট মঙ্গলবার বিকেল সাড়ে টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগষ্ট ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহিদ মিনার থেকে বের হয়ে মেলান্দহ বাজারেরবিভিন্ন সড়ক প্রশক্ষীণ শেষে শ্যামপুর রোডে গিয়ে শেষ হয়। সেখানে জামায়াতের উপজেলা আমীর মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে সেক্রেটারী মোহাম্মদ আলী ফারাজীর পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার সাবেক আমীর জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ মো. মুজিবুর রহমান আজাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মো. জিয়াউল কবির, মো. রশিদুজ্জামান, উপজেলা নায়েব আমীর মাওঃ মো. শফিকুল ইসলাম, পৌর আমীর শরাফত আলী ফারাজী, মো. ফরহাদ রেজাসহ ইউনিয়নের আমীর ও সভাপতিবৃন্দরা বক্তব্য রাখেন।